• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় এনজিও’র কিস্তি পরিশোধে ব্যার্থ যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

     swadhinshomoy 
    26th Nov 2025 3:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর বদলগাছীতে এনজিও কর্মীর চাপে সপ্তাহিক কিস্তি’র টাকা পরিশোধে ব্যার্থ এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সংসারের উপার্জন সক্ষম একমাত্র সন্তান এনজিও কর্মীর চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় বিধবা বৃদ্ধা মা কল্পনা রানী পাল বাকরূদ্ধ।এ বৃদ্ধা মায়ের একমাত্র অবলম্বন ছিল তার সন্তান।তার সেই সন্তান আটকে থাকা এনজিও ঋণের জাল থেকে রক্ষা পেলো নিজের জীবন দিয়ে।তবে সন্তান হারা অসহায় বিধবা বৃদ্ধা কল্পনা রানী পালের ভবিষ্যৎ নিয়ে স্থানীয়রা চিন্তিত।এই বৃদ্ধা বয়সে কল্পনা রানী পাল কি করবে এবং তার সংসার চলবে কিকরে এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যার আগে জেলার বদলগাছী উপজেলা মিঠাপুর গ্রামের পাল পাড়ায়।স্থানীয়রা জানান,ওই পাড়ার মৃত বাবু পালের পুত্র কৃষ্ণ কুমার পাল (২৬) এনজিও পদক্ষেপ আক্কেলপুর শাখা থেকে ৮০ হাজার টাকা লোন নেন।এ লোনের সপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে প্রায় এনজিও কর্মীর সঙ্গে তার বাকবিতন্ডা হতো।এদিন দুপুরে এনজিও পদক্ষেপের মাঠ কর্মী ইসমাইল হোসেন সপ্তাহিক কিস্তি’র জন্য কৃষ্ণ কুমার পালকে চাপ দেয়াসহ বিকেলের মধ্যে টাকা না দিলে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়।স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশিদ জানান,এনজিও কর্মীর ভয়ভীতি ও মানসিক চাপে এদিন বিকেল সারে ৫ টার দিকে নিজ বাড়িতে কৃষ্ণ কুমার পাল গলায় ফাঁস দেয়।এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই এনজিও’র মাঠ কর্মী ইসমাইল হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।তবে এনজিও পদক্ষেপের আক্কেলপুর শাখা ম্যানেজার সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন,তিনি ঘটনাটি সুনেছেন এবং এব্যাপারে কৃষ্ণ কুমার পালের সৎকারের জন্য অর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন,ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে বদলগাছী থানা পুলিশ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30