মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি:
সুশাসিত স্বদেশ সকলের সমান অধিকার চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ, এই দশে আমাদের, একে দুর্নীতি মুক্ত করার দায়ত্বি আমাদেরই এই স্লোগানে সচতেন নাগরকি কমিটি (সনাক) বরগুনার আয়োজনে সনাক-ইয়সে-এসিজি সমন্বয় ও অভজ্ঞিতা বনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনবিার (২৯ নভম্বের) সকাল ৯টায় সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর গাঙচিল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থতি ছিলেন, বরগুনা সনাকের সনাক সদস্য, ইয়সে সদস্য ও এসিজি সদস্যবৃন্দ উপস্থতি ছলিনে।
অনুষ্ঠিত সনাক-ইয়সে ও এসিজি সমন্বয় ও অভজ্ঞিতা বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরগুনা সনাকের সহ-সভাপতি ডা. মনিজা। সনাক কার্যক্রম, সফলতা ও চ্যালেঞ্জ সমূহ পাওয়ার পয়ন্টেরে মাধ্যমে উপস্থাপন করেন মো: নাজমুল হোসনে খান, এরিয়া কোর্অডিনেটর-সিই, টিআইবি, বরগুনা সনাক।
দুর্নীতিবিরোধী আন্দোলন র্কাযক্রমে অর্জন সমূহ, চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা, এবং শিক্ষানীয় বিষয় এবং এর আলোকে কর্মপরিকল্পনা প্রনয়ণ করেন সনাক উপ-কমিটির সংশ্লষ্টি সদস্যগণ। সঞ্চলনা করেন, পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও সনাকের সাবেক সভাপতি মনরি হোসনে কামাল।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের বাঁধা ও সুপারিশ নিয়ে আলোচনা করেন, ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক মো: লুৎফর রহমান খান, শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য বষিয়ক উপ-কমিটির আহবায়ক ডা. ধীরেন্দ্র নাথ সরদার, পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনরি হোসনে কামাল।
সনাক-ইয়েস ও এসিজি সমন্বয় ও অভজ্ঞিতা বিনিময় সভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন, ক্রয় বিষয়ক কমিটির আহবায়ক হামিদা বগেম, সনাক সহ-সভাপতি হাজী মো: হারুনর রশীদ।
টিআইবির সার্বিক কার্যক্র ও ভবিষ্যৎ র্কম-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, কাজী শফিকুর রহমান, কোঅর্ডিনেটর, সিই টিআইবি।
উপস্থিত সনাক, এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি এ্যাড আনিসুর রহমান।
সনাক সভাপতি এ্যাড আনিসুর রহমান বলেন, এই দশে আমাদের, একে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদেরই। দুর্নীতি দারিদ্র ও অবিচার বাড়ায়। আসুন, দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে এখনই..।
সনাক সভাপতি এ্যাড আনিসুর রহমান এর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।
সনাক-ইয়সে ও এসিজি সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় সভা শেষে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সনাক, ইয়সে ও এসিজি সদস্যরা অংশগ্রহন করেন।
সনাক-ইয়েস ও এসিজি সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় সভাটি সকাল ৯ টায় শুরু করে বিকাল সাড়ে ৪ টায় শেষ করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইমরান হোসনে, (এসিজি) সহ সমন্বয়কারী, বরগুনা সদর হাসপাতাল, বরগুনা।

