শেখ আহাম্মেদ চট্টগ্রাম:
‘প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের এসএসসি ১৯৯৬ ব্যাচের সর্ববাংলা পুনর্মিলনী উৎসব জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। তিন দশক পূর্তি উপলক্ষে “আস্থায় অবিচল ৯৬” ব্যানারে আয়োজিত দিনব্যাপী এ মিলনমেলা শুক্রবার আগ্রাবাদের একটি অভিজাত কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটি ও আস্থায় অবিচল ৯৬-এর প্রতিষ্ঠাতা মোঃ সেলিম। ব্যাচের সদস্য ইমন কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন রমজান আলী মিন্টু, আরিফুজ্জামান, মোঃ হারুন, তানভীর ফিরোজ, বাবুল আজাদ, শিরিন শিল্পী, তাহমিনা আক্তার, জুবাইদা গুলসানসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য সদস্য।
পুনর্মিলনীকে ঘিরে রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল নানা ব্যতিক্রমধর্মী আয়োজন। বহুদিন পর সহপাঠীদের পুনর্মিলনে অংশ নেওয়ায় পুরো পরিবেশ ছিল আনন্দ-উচ্ছ্বাসে মুখর।
আস্থায় অবিচল ৯৬ জানায়, মানবিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি সারাদেশের সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।

