• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন ৯২ হাজার ছাড়াল 

     Ahmed 
    30th Nov 2025 2:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন দ্রুত বাড়ছে। রোববার, ৩০ নভেম্বর সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী। তাদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৩৪৬ জন এবং নারী ১৪ হাজার ৭৯৯ জন।

    নির্বাচন কমিশন জানায়, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো ডিজিটাল পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হয়েছে। এ ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোট দিতে পারবেন। এর জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

    ইসি কর্মকর্তারা জানান, অতীতে প্রচলিত পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর ছিল না, তাই নতুন আইটি সাপোর্টেড পোস্টাল সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের একজন কর্মকর্তা বলেন, “প্রবাসী ভোটারদের কাছ থেকে ইতিমধ্যে ভালো সাড়া পাচ্ছি। সামনে আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিবন্ধন শুরু হলে পুরো চিত্র বোঝা যাবে।”

    বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে নিবন্ধন করছেন প্রবাসীরা। দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বহু দেশ থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৭১ জনে।

    ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোট দিয়ে নির্দিষ্ট ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। কমিশন বলছে, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30