শেখ রাজু আহমেদ খুলনা:
সরকারি নিষিদ্ধ অবৈধ কয়লা চুল্লি তৈরি করে খুলনা প্রতিটি উপজেলায় চলছে রমরমে ব্যবসা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়িকরা গ্রামগঞ্জ থেকে গাছ কেটে এনে পুড়িয়ে কয়লা তৈরি করে বাজার জাত করছে বছরের পর বছর এই কয়লার চুল্লির কালো ধুমাই পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ দূষণের কারণে ধানী জমির উর্বরতা কমে যাচ্ছে এমন কি ক্ষতি হচ্ছে ফল জাতীয় গাছে হচ্ছে না ফল কালো ধুমার কারণে রোগ জীবাণু বেড়ে মানুষের মরণ ব্যাধি ক্যান্সার ও শ্বাসকষ্ট জনিত রোগে প্রতি নিহত আক্রান্ত হচ্ছে ছোট ছোট শিশুরা শ্বাসকষ্ট জনিত রোগে অকালে প্রাণ হারাচ্ছে, এই অবৈধ ভাবে কয়লা তৈরি করে অসাধু ব্যবসায়িকরা মোট অংকের মুনাফা অর্জন করছে এদের খুঁটির জোর কোথায় পত্র পত্রিকায় প্রতিনিয়ত নিউজ হলেও প্রশাসনের নাই কোন মাথাব্যথা নাই কোন কঠোর পদক্ষেপ এমন একটি তথ্যের বিনিময়ে অনুসন্ধানী সাংবাদিক টিম রুপসা উপজেলায় হাজির হলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অবৈধ কয়লার চুল্লির মালিকরা সেখান থেকে পালিয়ে যান ১৮ ভাগ নদীর কল ঘেসে দেখা মেলে হাজারো কয়লার চুল্লি তৈরি করে বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে এই বিষয় নিয়ে রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফোন করে বিষয়টি জানালে তিনি এই কয়লার চুল্লি বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিবেন বলে সাংবাদিকদের আশ্বাস দেন, গত দুইদিন অতিবাহিত হলে আজ সাংবাদিকদরা সরজমিনে পরিদর্শন করতে গেলে দেখা যায় গত দুই দিনের ভিতরে তিনি এই কয়লার চুল্লির উপরে কোন পদক্ষেপ নেন নাই আজ ৩১আগস্ট রোজ রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কে মুটো ফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নাই, রুপসা উপজেলার জনসাধারণ খুলনা ডিসি মহোদয় ও বিভাগীয় কমিশনারের কাছে জোড় দাবি জানিয়েছে এই অবৈধ কয়লার চুল্লি বন্ধ করার জন্য

