মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা -মানবাধিকারের “রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” এর পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- মানবাধিকার, রাজশাহী বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মানবাধিকারের ভারপ্রাপ্ত সভাপতি, অধ্যক্ষ ডক্টর মোহাঃ এমরান হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন, মানবাধিকারের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা শাখা মানবাধিকারের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন এবং শিবগঞ্জ গোমস্তাপুর, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ সদর এর মানবাধিকারের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভাল-মন্দ মানুষ নিয়ে আমাদের সমাজ গঠিত। আমরা ভাল মানুষের সাথে আছি এবং মন্দদের ভাল পথের আহ্বান জানাচ্ছি।
দেশে অনেক মানবাধিকার সংগঠন আছে, তবুও জেলখানাগুলো খালি থাকেনা। আমরা যদি অপরের অধিকার হরন না করি এবং নিজেদের অধিকার দায়িত্বের সাথে পালন করি তবে দেশ সোনার দেশে পরিনত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডক্টর মোঃ শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হক। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যে, আগামী ২০ ডিসেম্বর ২০২৫ইং তারিখে “রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” রংধনু পার্ক, সোনামসজিদ, শিবগঞ্জে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আগামী সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সফল হোক এই আশা ব্যক্ত করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

