• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিজের বেতন ২ কোটি কমালেন কোহলি 

     swadhinshomoy 
    02nd Dec 2021 3:07 am  |  অনলাইন সংস্করণ Print

    নিজের বেতন ২ কোটি কমালেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। আইপিএলের আসন্ন ১৫তম আসরে নিজের বেতন কমিয়ে দিয়েছেন কোহলি। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে ২ কোটি রুপি কমিয়েছেন কোহলি।

    নিলামে কোহলিকে ১৭ কোটি রুপিতে দলে নিয়েছিল বেঙ্গালুরু। বেতন কমানোর গুঞ্জন সত্যি হলে কোহলির বেতন এবার ১৫ কোটি। কোহলি ছাড়াও বেঙ্গালুরু এবার ধরে রেখেছে গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি) আর মোহাম্মদ সিরাজকে (৭ কোটি রুপি)।

    কোহলি হঠাৎ কেনো বেতন কমালেন? কারণটা জানিয়েছেন বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত ভারতের সাবেক উইকেটকিপার পার্থিব প্যাটেল বলেন, বেঙ্গালুরুর প্রতি সব সময়ই দায়বদ্ধ কোহলি। সে এবার নিজের বেতন ২ কোটি রুপি কমিয়ে দিয়েছে কেবল নিলামে যেন দল বেশি টাকা নিয়ে নামতে পারে, সেটি ভেবে। কোহলি ২ কোটি ছাড়লে সেই টাকা দিয়ে বেঙ্গালুরু হয়তো কার্যকর কোনো ক্রিকেটার কিনতে পারবে। এর মাধ্যমে কোহলি সবাইকে দেখিয়ে দিল দল ওর কাছে বড় একটা ব্যাপার।

    দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর নেতৃত্ব দিয়েও দলকে শিরোপা উপহার দিতে পারেননি কোহলি। তারপরও দল তাকে ধরে রাখায় খুশি কোহলি। তিনি বলেন, দল আমাকে ধরে রেখেছে সে জন্য ভালো লাগছে। আমি বেঙ্গালুরুতে থাকা নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা করিনি। এখনো দলের হয়ে সেরাটা দিতে পারিনি। নতুন মৌসুমের জন্য আমি মুখিয়ে আছি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2021
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031