গৌতম কুমার মহন্ত,নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে একটি হিন্দু পল্লীর চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ার হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে পঞ্চাশ পরিবার।এঘটনাটি ঘটেছে উপজেলার আধাইপুর ইউনিয়নের পাতকোলা গ্রামে।ওই পল্লীর ৫০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ার হুমকিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশংকা করছে স্থানীয় সচেতন মহল।স্থানীয় সূত্রে জানা গেছে, পাতকোলা গ্রামের এ হিন্দু পল্লী প্রধান সড়ক থেকে কিছুটা দূরে অবস্থিত। সরকারি ওই প্রধান সড়কে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা হিসেবে প্রায় শতবছর ধরে পায়ে হেঁটে চলার একটি আইল রাস্তা ব্যাবহার করে আসছিল এ হিন্দু পল্লীর বাসিন্দাসহ সকল সম্প্রদায়ের মানুষ।এলাকাবাসী দীর্ঘ কয়েক যুগ ধরে ওই আইল রাস্তা দিয়ে যাতায়াতের ফেলে সেটি বর্তমানে গ্রামীণ রাস্তায় রূপান্তর হয়েছে।এদিকে ওই পাড়ার প্রবেশ মুখে বসবাসকারী দুটি মুসলিম পরিবার দীর্ঘদিন ধরে যাতায়াত করা এ রাস্তা বন্ধ করে দেয়ার হুমকি দেয় হিন্দু পল্লীর বাসিন্দাদের।ওই পল্লীর হিন্দু সম্প্রদায়ের লোকজনের অভিযোগ,এই দুই মুসলিম পরিবার প্রায় বিশ বছর আগে ওই এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন।সম্প্রতি ওই দুই মুসলিম পরিবারের লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াতে তাদের বাধা সৃষ্টিসহ বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে।ওই হিন্দু পল্লীর এক প্রবীণ ব্যক্তি বলেন,তাদের পুর্বপুরুষের আমল থেকে এ রাস্তা দিয়ে তারা চলাচল করে আসছে।তিনি জানান, সর্বসাধারণের চলাচলের লক্ষে এ রাস্তার জন্য পাটকোলা মৌজার ৪৯৫ নাং দাগে দেড় শতাংশ জমি ছেড়ে দেয়া হয়েছে। তাস্বত্তেও দীর্ঘদিন পর হঠাৎ করে রাস্তা দিয়ে যাতায়াতে বাধা সৃষ্টিসহ হুমকি-ধুমকি দেয়ার কারনকি তার জানা নেই।এবিষয়ে প্রতিকার চেয়ে ওই পল্লীর হিন্দু সম্প্রদায়ের মানুষরা রাজনৈতিক দলের নেতাদের দ্বারে দ্বারে ঘুরলেও এর কোন সুরাহা হচ্ছেনা।স্থানীয়রা জানান,এ রাস্তা নিয়ে ইতোমধ্যেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।যে কোন সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পাশাপাশি সাম্প্রতিক সম্প্রতি বিনষ্টের আশংকা করছে স্থানীয়রা।স্থানীয় প্রনয় কুমার বলেন, এ রাস্তা দিয়ে সুধু এই গ্রামের লোকজন যাতায়াত করে এমনটা নয়,এ রাস্তা দিয়ে আশেপাশের কয়েক গ্রামের কৃষকরা মাঠ থেকে ফসল ঘরে তোলে। রিপন কুমারসহ গ্রামবাসী জানান,তাদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানোসহ অন্যায় ভাবে রাস্তায় যাতায়াতে বাধা দেয়া হচ্ছে। এ রাস্তা দিয়ে যাতে লোকজন চলাচল করতে না পারে সে লক্ষে তারা রাস্তার উপর গোবর, কাদা পানি, এমনকি গরুর হাড্ডি ফেলে রাখছে।অপর দিকে ওই দুই মুসলিম পরিবারের সদস্য মোঃ নাহিদ হোসেন বলেন, যেহেতু তাদের বাড়ির সামনে দিয়ে কোনো রেকর্ডীয় রাস্তা নেই, এজন্য তারা বিকল্প দিক দিয়ে রাস্তা করে দেয়ার প্রস্তাব দিয়েছে হিন্দু পল্লীর বাসিন্দাদের।ওই দুই মুসলিম পরিবারের দাবী তাদের বাড়ির সামনে দিয়ে লোকজন চলাচলের কারণে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।একারনে গত ১১ আগস্ট তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম রেজাউল করিম(পল্টন) জানান,পাটকোলা হিন্দু পাড়ার রাস্তাটি নিয়ে হিন্দু এবং দুই ঘর মুসলিম পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এ রাস্তার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার অবগত আছেন।তবে এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন এই চেয়ারম্যান।এ রাস্তার বিষয়টি নিয়ে অবগত থাকার সত্যতা নিশ্চিত করে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ইসরাত জাহান সনি বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

