swadhinshomoy
18th Aug 2025 8:09 am | অনলাইন সংস্করণ Print
শাকিল আহমেদ,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার নবগঙ্গা নদীর বাকা হাড়িভাঙ্গা খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে বড়দিয়া নৌ পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে। উচ্চতা আনুমানিক ৫ ফুট। গোলগাল চেহারার, পোশাক দেখে ধারনা করা হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে। পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেছে।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ২ থেকে ৩ দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরেই মরদেহ পানিতে ছিলো। তার গলায় একটি কালো দাগ রয়েছে। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

