সজিব আহমেদ,ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি:
ভালুকা উপজেলার কাঠালী এলাকায় একটি গরু খামার ও বসতবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার (০৯ সেপ্টেম্বর, ২০২৫) দিবাগত রাত ৪টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস ও তার সঙ্গীয় ফোর্স কাঠালী সততা ফিড মিলের সামনে অভিযান চালান। এ সময় তারা ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতে-নাতে গ্রেফতার করেন, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেফতারকৃতদের পরিচয়:
মো. সাইফুল ইসলাম (৩৮), শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মো. মনির হোসেন (২৮), শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মো. শাজাহান মিয়া (২৭), চুনারুঘাট, হবিগঞ্জ
শিপন মিয়া (২৩), নবীগঞ্জ, হবিগঞ্জ
মো. আব্দুল মমিন রুমন (২৪), চুনারুঘাট, হবিগঞ্জ
শহিদুল ইসলাম (৩০), ধোবাউড়া, ময়মনসিংহ
পুলিশ তাদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি কালো টর্চ লাইট, একটি হেক্সো ব্লেড, একটি লোহার পাইপ, ১০ ফুট লম্বা একটি রশি এবং একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

