বিনোদন প্রতিবেদক:
রুবিনা আলমগীর পেশায় একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী। গত ৫ সেপ্টেম্বর তার অভিনীত চলচ্চিত্র “আমার শেষ কথা” মুক্তি পেলো। ৬ সেপ্টেম্বর তার অভিনীত চলচ্চিত্র বাজি সিনেমার গান মুক্তি পেলো। এছাড়া মুক্তি অপেক্ষায় আছে তার অভিনীত আরো দুটি সিনেমা সহ তার নিজ কন্ঠে গাওয়া ৫ টি গান। এর মাঝে “পাগল মন” শিরোনামের গানটি শুটিং সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই তা মুক্তি পাবে রুবিনা আলমগীরের নিজস্ব ইউটিউব চ্যানেল “Rubina Alomgir”। বর্তমানে চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর তার প্রতিষ্ঠিত “অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন” এর সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছে।সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷ খুব শিগ্রই জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হবে। সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে আরো আছেন চলচ্চিত্র অভিনেতা ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিবা শানু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, কবি ও কথাসাহিত্যিক জমির উদ্দিন মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত উল্লাহ পিন্টু।
চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর একজন নিভৃতচারি লেখিকা। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে ‘দেশ মাটি মানুষ’ নামের একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত হন। পরবর্তিতে অনলাইন নিউজ পোর্টাল এবি নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হয়ে লেখার হাতকে আরো নিপুন ও পাকাপোক্ত করেন। লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক পরিমন্ডলেও শৈশব থেকেই তার পদচারণা। এর আগে মিউজিক্যাল ফিল্ম, শট ফিল্ম, সহ তিনটি গান লিখেছেন। নিজের লেখা তিনটি গানে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন। গান গাওয়াও তার আরেকটি শখ। অমর একুশে বইমেলা ২০২৪ এ তার লেখা প্রথম উপন্যাস “আত্মকান্না” বইটি প্রকাশিত হয়। এবং অমর একুশে বইমেলা ২০২৫ এ তার লেখা ২য় উপন্যাস “দীর্ঘশ্বাস’ বইটি প্রকাশিত হয়। পড়াশোনা ও সাংস্কৃতিক অঙ্গনে সমান্তরাল প্রতিভার ছাপ রেখে স্নাতকের পাঠও চুকিয়েছেন তিনি। নান্দনিক কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে অর্জন করেছেন সার্টিফিকেট, মেডেল। পেয়েছেন প্রায় শতাধিক পুরষ্কার এবং স্বীকৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় নৃত্যশিল্পীর স্বীকৃতিও অর্জন করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে এক বছরের লোক সংগীতের কোর্স সম্পূর্ণ করে পেয়েছেন সনদপত্র। এর পাশাপাশি তিনি একাধারে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ, মানবাধিকার সংস্থাসহ বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মানিত সদস্য ও দায়িত্বশীল পদে রয়েছেন। তিনি একাধিক গুনে গুনান্বিত মানুষ। ভালো থাকুন রুবিনা আলমগীর আমরা আপনার সাফল্য কামনা করছি।

