সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১৭-০৯-২৫ তারিখে ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন শেষে পরিচ্ছন্ন ভালুকা গড়ার অঙ্গীকার নিয়ে মহাসড়ক থেকে সকল ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী কায়সার আহমেদের কাজল নির্দেশে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
শনিবার ভালুকায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনকে ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফেস্টুন ও ব্যানার লাগিয়েছিলেন। কর্মী সম্মেলন শেষ হওয়ার পরপরই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল সম্মেলনের কারণে সৃষ্ট সাময়িক বিশৃঙ্খলা দূর করা এবং শহরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী কায়সার আহমেদ কাজল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি পরিচ্ছন্ন ভালুকা গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি পরিবেশ ও শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “কর্মী সম্মেলনের কারণে জনগণের যে সাময়িক অসুবিধা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব যাতে এমন পরিস্থিতি সৃষ্টি না হয়।”
এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং স্বেচ্ছাসেবক দলের এই পদক্ষেপকে ইতিবাচক বলে

