মোঃ মিজানুর রহমানভোলা প্রতিনিধিঃ
ভোলার দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ চরফ্যাশনের বেতুয়া ঘাটে নির্মিত আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মান করা হয়েছে। অপেক্ষায় রয়েছে উদ্বোধনের। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাটে প্রায় ৩ হাজার অধিক বর্গফুট জায়গাজুড়ে নির্মিত টার্মিনালটিতে রয়েছে ভিআইপি ওয়েটিং রুম, বিশ্রামাগার, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট এবং বন্দর অফিস। যাত্রীদের সুবিধার জন্য লঞ্চে ওঠানামার উদ্দেশ্যে শক্তিশালী গ্যাংওয়ে সংযুক্ত করা হয়েছে। স্থানীয়দের মতে, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। ব্যবসায়ীরা দ্রুত ও সহজে পণ্য পরিবহন করতে পারবেন, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। অনেকেই মনে করছেন, এ উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহায়ক হবে।
পূর্ববর্তী বেতুয়া লঞ্চঘাটের প্লান্টুন ভেঙে যাওয়ায় দীর্ঘদিন যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। এবার সেই পুরনো ঘাটের জায়গায় সংযোজন করা হয়েছে নতুন এই আধুনিক টার্মিনাল। বিআইডব্লিউটিএ’র জাহাজ নির্ভীক গত বছরের সেপ্টেম্বর মাসে ২৫০ ফুট দীর্ঘ টার্মিনালটি ঘাটে পৌঁছে দেয়। এখানে ৬টি স্পার্ড এবং ২টি জেটি স্থাপন করা হয়েছে, যা টেকসই ও ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদে যাত্রীসেবা নিশ্চিত করবে।
ভোলা জেলা পোর্ট অফিসার কামরুজ্জামান জানান, এই টার্মিনাল চালুর মধ্য দিয়ে নৌপথে যাত্রীসেবা আরও উন্নত হবে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানিয়েছেন, টার্মিনালের কাজ শেষ হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নৌ-পরিবহন উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন।
বিআইডব্লিউটিএ’র বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, গ্যাংওয়েসহ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক টার্মিনাল নির্মিত হয়েছে। নিরাপদ ও মানসম্মত নৌযান সেবা নিশ্চিত করাই প্রকল্পের মুল লক্ষ্য।

