এ,টি,এম,হুমায়ুন কাদির,নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদের পর কয়েক মাস অতিক্রান্ত হলেও এখনো নতুনভাবে দোকান বরাদ্দ দেওয়া হয়নি। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, উচ্ছেদের সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল দ্রুতই দোকান বরাদ্দ দেওয়া হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে।
স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের দোকান ভেঙে দেওয়ার পর থেকে আমরা ব্যবসা বন্ধ রেখে বসে আছি। সংসার চালাতে কষ্ট হচ্ছে। দ্রুত দোকান বরাদ্দ না পেলে আমরা পথে বসতে বাধ্য হবো।”
ব্যবসায়ীরা এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি), নান্দাইল উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়রা মনে করছেন, কালিয়াপাড়া বাজার নান্দাইল অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। তাই বাজারের দোকানগুলো সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হলে ব্যবসায়ীদের দুঃখ-কষ্ট দূর হওয়ার পাশাপাশি বাজারের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে

