swadhinshomoy
25th Sep 2025 5:03 pm | অনলাইন সংস্করণ Print
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
শারদীয়া দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরুদপুর জেলা পুলিশের উদ্যোগে,(২৪ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে, এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ-সময় সভায় শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়। সভায় জানানো হয় পূজা উপলক্ষে ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, ইতোমধ্যে প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সাথে প্রত্যেকটা মন্দিরকে যেন সিসিটিভির আওতায় আনা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পূজা চলাকালীন অবস্থায় ইভটিজিং- কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রাখা হবে। এছাড়া পূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকানগুলো বন্ধ রাখা হবে,
ডিজে পার্টি করা যাবে না এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সম্পৃক্ত পুজো সংশ্লিষ্ট পূজার গান পরিবেশন করতে হবে। পূজাতে গুজব সৃষ্টি করে যেন কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পূজা চলাকালে গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে পুলিশি টহলের ব্যবস্থা থাকবে এবং পেট্রোলিং টিম কাজ করবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিসর্জন দিতে হবে । পূজা উপলক্ষে শহরে যাতে কোন যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। সভায় জানানো হয় ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। আর তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে । এ সময় বিগত দিনের মতো এবারেও শারদীয় দুর্গাপূজা সফল করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

