সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।গতকাল দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তিনজন সরকারি কর্মচারী এবং তিনজন প্রতারককে আটক করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, পাসপোর্ট অফিসের ভেতরে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে সাধারণ মানুষের পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছিল।
আটককৃতদের পরিচয়:
১। মোছাঃ লতিফা বেগম – ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস; গ্রাম: ২ নং পুল, হবিগঞ্জ সদর।
২। ওসমান গনি – নিরাপত্তা প্রহরী (আউটসোর্সিং), হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস; গ্রাম: কার্তিক কিলা, দাড়াইল, কিশোরগঞ্জ।
৩। উমেশ – পরিচ্ছন্নতা কর্মী (আউটসোর্সিং), হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস; গ্রাম: মোড়াকুড়ি, লাখাই, হবিগঞ্জ।
৪। সাজ্জাদ হোসেন – প্রতারক; গ্রাম: শায়েস্তানগর, হবিগঞ্জ সদর।
৫। বাহার সরদার – প্রতারক; গ্রাম: শায়েস্তানগর, হবিগঞ্জ সদর।
৬। রাশেদ মিয়া – প্রতারক; গ্রাম: ২ নং পুল, হবিগঞ্জ সদর।
অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়া হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আটককৃতদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় ব্যাংক লেনদেনের প্রমাণ, খামে লেখা কোড এবং কথোপকথনের স্ক্রিনশটের প্রিন্ট কপি পুলিশের কাছে জমা দেয়া হয়।

