গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির প্রতি সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।২৬ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা শহরের মাছ চত্বর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।বিকেল সাড়ে ৩ টায় এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন,জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মোঃ আব্দুল আজিজ সুমন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি আলহাজ্ব মাওঃ মোঃ মাহফুজুর রহমান,জামায়াত মনোনীত আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু প্রমুখ।সমাবেশে উপজেলার ১০ ইউনিয়ন থেকে আগত দলটির কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিশাল একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

