আল-আমিন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্তের ফাকরাবাদ বাজার এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল বিদেশী মদ ও একটি পিকআপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিওপি ইনচার্জ নায়েক সুবেদার হেলালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় উদ্ধার হওয়া মদ ও পিকআপের সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ২২ লাখ ৯৮ হাজার টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, “শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

