মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবু,রিপোর্টার নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে “মেধা ভিত্তিক ২০২৪ সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান দিপু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও নারায়ণগঞ্জ জেলা ১নং যুগ্ম আহ্বায়ক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাহফুজুর রহমান (সভাপতি, রূপগঞ্জ থানা বিএনপি), হাজী মোহাম্মদ বাসির উদ্দিন বাচ্চু (সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা বিএনপি), এবং মোঃ শামীম ভূঁইয়া (কোষাধ্যক্ষ, রূপগঞ্জ থানা বিএনপি) মোঃমিজানুর রহমান মিজান সাধারন সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন যুবদল,মোঃ সালাউদ্দিন মোল্লা সাংঘঠনিক সম্পাদক বিএনপি,মোঃমোশারফ মিয়া সভাপতি ৫ নং ওয়ার্ড যুবদল রূপগঞ্জ ইউনিয়ন আরও অনেক নেতাকর্মী । অনুষ্ঠানে বক্তারা শিশুদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা এবং দেশপ্রেম গঠনের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি: আলহাজ্ব মোস্তাফিজুর রহমান দিপু শিশুদেরকে শুধু বইয়ের জ্ঞান নয়, মানবিকতা ও নৈতিকতায় গড়ে তুলতে হবে আগামী প্রজন্মই দেশকে নেতৃত্ব দেবে, তাই তাদেরকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধে শিক্ষিত করা জরুরি। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিশুদেরকে প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় দক্ষ হতে হবে। বিশেষ অতিথি ১: এডভোকেট মাহফুজুর রহমান শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের মর্যাদা ও দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের দায়িত্ব হলো সন্তানদের প্রতি সময় দেওয়া এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। শিক্ষা হতে হবে মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ভিত্তিক। বিশেষ অতিথি ২: হাজী মোহাম্মদ বাসির উদ্দিন বাচ্চু শিশুদের প্রতিভা বিকাশের জন্য অভিভাবক ও শিক্ষকের সমান দায়িত্ব রয়েছে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে। বিশেষ অতিথি ৩: মোঃ শামীম ভূঁইয়া শিক্ষাই একটি জাতির শক্তির মূলভিত্তি।
আমাদের লক্ষ্য হবে এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা দেশপ্রেমিক, মেধাবী এবং সৎ নাগরিক হবে। শিশুদের ছোট থেকেই নেতৃত্বগুণে তৈরি করতে হবে।

