swadhinshomoy
05th Oct 2025 6:27 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিলেটঃ
তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়াকে গ্রেপ্তার করেছি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাদাপাথর লুটের মামলা ও বৈষম্যবিরোধী মামলাসহ ১৭ মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

