জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ” সমল্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫- উদযাপিত হয়।
১৩ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বনাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয় এবং রেলি ও মহড়া শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল কবিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমদ, ধর্মপাশা ফায়ার সার্ভিস সেষ্টন ইনচার্জ লিয়াকত আলী, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সুমন রুরাল, পল্লী জীবীকায়ন প্রকল্পের কর্মকর্তা তৌহিদ সোহান, আহসানিয়া মিশনের ম্যানেজার ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী প্রমুখ।

