• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাবনা পুরাতন টেকনিক্যাল মোড় সড়কে দুর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন 

     swadhinshomoy 
    19th Nov 2025 5:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

    পাবনা শহরের অন্যতম ব্যস্ততম অঞ্চল পুরাতন টেকনিক্যাল মোড়। প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে যাদের মধ্যে আছে মালবাহী ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, এমনকি স্কুল কলেজগামী শিক্ষার্থীবাহী যানও। তবে সড়কের এমন চাপ সামাল দেওয়ার মতো অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরে অনুপস্থিত। আর এরই সুযোগে প্রায়ই ঘটে ছোট, বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হন পথচারী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।

    এই চলমান ঝুঁকির প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি স্থানীয় বাসিন্দা পদ্মা কলেজের অধ্যাপক আনিছুজ্জামান নাঈমের আহবানে সকাল ১০টায় পুরাতন টেকনিক্যাল মোডে , ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করেন। ব্যানারে লেখা ছিল “দুর্ঘটনা বন্ধ চাই, নিয়ন্ত্রিত যান চলাচল চাই”, “নিরাপদ সড়ক চাই”, “জীবন একটি ঝুঁকি নয়, নিরাপত্তা চাই”।
    টেকনিক্যাল মোড়ের সামনের সড়কজুড়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ। তারা বলেন, এ সড়কের কিছু অংশ সরু, কোথাও ভাঙাচোরা, কোথাও আবার ফুটপাত দখল করে দোকানপাট বসেছে ফলে প্রতিনিয়ত পথচারীদের জীবন ঝুঁকিতে থাকে।

    মানববন্ধনে বক্তাদের মূল দাবিগুলো ছিল, ভারী যানবাহনের নিয়ন্ত্রিত চলাচল নিশ্চিত করা, সকাল, বিকাল শিক্ষা প্রতিষ্ঠানের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা, ফুটপাত দখলমুক্ত করা, প্রয়োজনীয় সিগন্যাল ও জেব্রা ক্রসিং স্থাপন, সড়কের ভাঙাচোরা স্থান সংস্কার, নিয়মিত ট্রাফিক পুলিশের টহল বৃদ্ধি।

    বক্তারা আরও জানান, দুর্ঘটনাগুলো শুধু শরীরিক ক্ষতিই নয়, অনেক পরিবারের ভবিষ্যৎও ধ্বংস করে দেয়। তাই দেরি নয় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো দেখা হলেও সংশ্লিষ্ট দপ্তরের দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ে না। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন, যার মধ্যে শিশু, নারী ও প্রবীণরাও রয়েছেন।

    মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে। অনিয়ন্ত্রিত মোটরসাইকেল ও দ্রুতগতির অটোরিকশা তাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আমরা যখন রাস্তা পার হই, তখনই ভয় লাগে কখন কি হয়ে যায়, বলেন এক শিক্ষার্থী।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটির উন্নয়ন ও যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, উন্নত শহর গড়তে হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা জরুরি। “মানুষের জীবন আগে, তারপর উন্নয়ন,” এমন মন্তব্য করেন আয়োজকরা।

    পাবনার পুরাতন টেকনিক্যাল মোড় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এ সড়কে প্রতিদিনের অস্থিরতা, ভয় ও দুর্ঘটনার চক্র থেকে মুক্তি পেতে স্থানীয় মানুষের একটাই দাবি নিরাপদ সড়ক চাই।
    তাদের এই মানববন্ধন শুধু প্রতিবাদ নয়; এটি একটি আশার বার্তা উদ্যোগ নিন, সড়ক নিরাপদ করুন, বাঁচান মানুষের জীবন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30