উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার জিয়া নগর পানকৌড়ি রিসোর্ট সেন্টারে ডাসকো ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তন এর পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ ( Engage) প্রকল্পের-সিএসও উদ্যোগে সিএসও সদস্যদের সাথে দন্দ্ব সংবেদনশীল মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি বিষয়ক ভিত্তিক প্রশিক্ষণ ও আলোচনা সভা, সিএসও এবং নেটজ (Netz) বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে সিএসও সদস্য মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ, নায্য অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে বিনোদন ও প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ নভেম্বর২০২৫) বেলা ১১ টায় মহাদেবপুর উপজেলা জিয়া নগর পানকৌড়ি রিসোর্টে মিলোআয়োতনে শুরুতে নাম পরিচয় পরে জাতীয় সঙ্গী গান গাওয়া হয় এবং লটারি মাধ্যমে দুই জন,করে জোট বাধা হয়েছে, এবং সিএসও সদস্যদের গান গেয়ে বিনোদন দেন।
মানবাধিকার মূল বিষয়ে আলোচনা সিএসও সদস্যদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং “সামাজিক সচেতনতাই পারে এই সমাজের মিলন মেলা রোধ করতে” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন ধুনজইল বাজার এলাকায় সিএসও সাকলাইন হোসেন,
সুমিত্রা পাহান, মাইবা দিঘীর পড় সিএসও লিপি রানী, মনিকা রানী,
রাবনা মধুপুর সিএসও শুভ বর্মণ, পরিতোষ রায়,
৯ নং চেরাগপুর ইউনিয়ন ৯ নং চৌমাশিয়া সিএসও উজ্জ্বল কুমার সরকার,অঞ্জনা রানী, মোছাঃ পারভীন বেগম, ও শামিম আহমেদ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন এরিয়া- ফ্যাসিলিটেটর
টেকনিক্যাল অফিসার তামান্না জেরিন,
ফিল্ডস ফ্যাসিলিটেটর মিলিতা মুরমু,ও ফিল্ডস ফ্যাসিলিটেটর শুকক্লা দেব
কর্মসূচীটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দূত পত্রিকা সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার
কর্মসূচী আগামীতে উপজেলায় পর্যায়ে আন্তঃ কর্মসূচী আয়োজনের জন্য ডাসকো কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আর্কষণ প্রশিক্ষিত সদস্যরা।

