সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলায় শনিবার (২২ নভেম্বর, ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের’ ৩১ দফা কর্মসূচি প্রচার এবং সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে ভালুকার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের ১৭ হাজার ৫০০ মা, বোন এবং সাধারণ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা তৃণমূল পর্যায়ে তুলে ধরা হয়। নেতাকর্মীরা দাবি করেন, এই ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, তারেক রহমানের নির্দেশিত এই কর্মসূচি নিয়ে তারা জনগণের কাছে এসেছেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

