• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিকরাই পারে প্রকৃতসত্য জাতির সামনে উপস্হাপন করতে —আলতাফ হোসেন চৌধুরী 

     swadhinshomoy 
    23rd Nov 2025 1:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী পটুয়াখালী:

    বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক। সাংবাদিকেরাই পারে তাদের লেখনীর মাধ্যমে মানুষের মাঝে গণসচেতনতা গড়ে তুলতে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে সত্য প্রতিষ্ঠা করতে। প্রকৃত সত্যকে জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকরা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। তিনি ২২ নভেম্বর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী- ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন,পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংসু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক এডভোকেট মো: মজিবুর রহমান টোটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:গোলাম কিবরিয়া, অতুল চন্দ্র দাস, কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক জাকারিয়া হ্রদয়। প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পটুয়াখালী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা তাদের মেধা ও মনন সঠিক প্রয়োগের মাধ্যমে পটুয়াখালীর গৌরব গাঁথা ইতিহাস দেশ ও জাতির সামনে উপস্থাপন করবে। অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।অনুষ্ঠানের শুরুতে প্রবীণ সাংবাদিকদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পটুয়াখালী পৌরসভা চেয়ারম্যান মোশতাক আহমেদ,এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: মেজর(অব:) আব্দুল ওহাব মিনার,জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, পৌর বিএনপি আহ্বায়ক মো: কামাল হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন নান্নু,মো: মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মো:মনিরুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক এড. তৌফিক আলী খান কবির,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন তপন, সাধারণ সম্পাদক শরীফ মো: সালাহ্উদ্দিন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,পবিপ্রবি’র আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান, পটুয়াখালী জেলা সাবেক সিনিয়র তথ্য অফিসার মো: বজলুর রশিদ,সহ অন্যান্য অতিথি গন উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30