• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যুদ্ধবিরতির মধ্যেই নিশানায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক নেতা, নিহত কমপক্ষে পাঁচজন 

     Ahmed 
    24th Nov 2025 1:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক ডেস্ক:    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবতাবাইকে হত্যা করেছে ইসরায়েল। রোববার (২৩ নভেম্বর) দাহিয়ে এলাকার হারাত হ্রেইক মহল্লায় চালানো এই হামলায় পাঁচজন নিহত ও অন্তত আটাশজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।খবর আল জাজিরা।

    ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তাবতাবাইকে লক্ষ্য করেই হামলাটি পরিচালনা করা হয়। তিনি হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে সংগঠনের গুরুত্বপূর্ণ সামরিক ইউনিটগুলো পরিচালনা করতেন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বৈরুতে কয়েক মাস পর এটি ইসরায়েলের প্রথম হামলা।

    হিজবুল্লাহ এক বিবৃতিতে তাবতাবাইয়ের মৃত্যু নিশ্চিত করেছে। নিহত নেতাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিহাদি কমান্ডার বলে উল্লেখ করেছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, “তিনি ইসরায়েলি শত্রুর মোকাবেলায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন।” তবে তার দায়িত্ব বা ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। আল জাজিরা জানায়, যুদ্ধবিরতির পর এ ঘটনা হিজবুল্লাহর সবচেয়ে উচ্চপদস্থ কমান্ডার হত্যার ঘটনা।

    হামলার পর ঘটনাস্থলে থাকা হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কামাতি জানিয়েছেন, বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলা একটি গুরুতর সীমারেখা অতিক্রম করেছে। তিনি বলেন, “এটির প্রতিক্রিয়া জানানো হবে কি না, তা নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।” ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের নিচে থাকা গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের এক সাংবাদিক জানান, আশপাশের লোকজন আশঙ্কায় বাসা থেকে নেমে রাস্তায় জড়ো হচ্ছেন, আরও হামলা হতে পারে ভেবে তারা আতঙ্কে আছেন।

    ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহ সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, সীমান্তপথে অস্ত্র আনছে এবং রকেট বা ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোন তৈরি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইসরায়েল হিজবুল্লাহকে বাহিনী পুনর্গঠন করতে দেবে না।

    লেবাননের প্রেসিডেন্ট যোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি হামলা বন্ধ করতে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। রয়টার্স জানায়, গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো বন্ধ করেনি ইসরায়েল। এর আগে সর্বশেষ জুলাইয়ে বৈরুতেই হামলা হয়েছিল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30