সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা ও দেশ সেবার প্রস্তুতি হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ের উদ্যোগে ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে; যেখানে ৪০ জন পুরুষ ও ২০ জন নারী প্রশিক্ষণার্থীকে ১০ দিনের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ বর্তমানে ভালুকার ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেংগা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। দেশ সেবার ব্রত নিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে পুরুষের সংখ্যা ৪০ এবং নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা ২০ জন। প্রশিক্ষণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ দিন।
জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনের (১৩তম নির্বাচন) প্রেক্ষাপটে প্রশিক্ষণার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে সরকারি কর্মকর্তারা অতিথি হিসেবে ক্লাস নিচ্ছেন। সম্প্রতি এই প্রশিক্ষণের একটি সেশনে উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার-ভূমি) মো. ইকবাল হোসেন অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ক্লাস পরিচালনা করেন।
এই মৌলিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ভিডিপি সদস্য হিসেবে দেশের বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হবেন।

