• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অনির্বাচিত সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না 

     Ahmed 
    25th Nov 2025 6:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক:      লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সূচি এবং চট্টগ্রাম বন্দরের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ইংরেজি পোস্টে তিনি বলেন, দেশের দীর্ঘমেয়াদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন একটি সরকার নিচ্ছে, যাদের জনগণের নির্বাচনী ম্যান্ডেট নেই। তিনি সতর্ক করেছেন, এসব সিদ্ধান্তের প্রভাব বছরের পর বছর সাধারণ মানুষ বহন করতে হবে।

    তারেক রহমান উদাহরণ দিয়ে দেখান, গাজীপুরের একটি ছোট পোশাক কারখানার মালিক দীর্ঘ দশক ধরে ব্যবসা গড়ে তুললেও হঠাৎ রপ্তানি শুল্ক সুবিধা কমে গেলে অর্ডার হারানো, শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাওয়া এবং পরিবারকে নিরাপদে রাখা কঠিন হয়ে যায়। একইভাবে নারায়ণগঞ্জের এক তরুণীর পরিবারের সংকট তুলে ধরেছেন, যারা ওভারটাইমের ওপর নির্ভরশীল। রপ্তানি কমলে প্রথমে ওভারটাইম কমানো হয়, পরে শিফটে কাটছাঁট, শেষে চাকরি হারানোর ঝুঁকি দেখা দেয়। তিনি বলেন, “এগুলি সংবাদ শিরোনামে আসে না, তবে লাখো মানুষের জীবনে নীরব সংকট তৈরি করে।”

    তিনি দাবি করেন, ২০২৬ সালের এলডিসি উত্তরণের সময়সূচি নিয়ে নেওয়া সিদ্ধান্ত ‘সম্পূর্ণ রাজনৈতিক’ এবং তা নিচ্ছে একটি অন্তর্বর্তী সরকার, যাদের জনগণের ভোট নেই। তার প্রশ্ন, কেন বিকল্প পথ বন্ধ করে আন্তর্জাতিক আলোচনায় যাওয়ার আগেই নিজেদের দর–কষাকষির শক্তি দুর্বল করা হচ্ছে। তারেক রহমান বলেন, ব্যাংকিং খাতের চাপ, বৈদেশিক মুদ্রার অস্থিরতা, ঋণের ঝুঁকি এবং রপ্তানির ধীরগতি প্রমাণ করে প্রস্তুতি ছাড়া শুধুমাত্র অধিকার পাওয়াই যথেষ্ট নয়।

    চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক সিদ্ধান্তও তিনি একইভাবে দেখছেন। লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার মতো বিষয়গুলো কৌশলগত প্রতিশ্রুতি। তারেক রহমান বলেন, “এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বিষয়টি হলো দেশের প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক আদর্শ রক্ষা করা। একটি অনির্বাচিত সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।”

    তিনি ফেসবুক পোস্টে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই নিজের ভবিষ্যৎ নিয়ে নীরব থাকে না। মানুষ চায় সম্মান, অংশগ্রহণ এবং নিজের কণ্ঠের মূল্য দিতে। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে দেশের জনগণের জন্য কথা বলার, নির্বাচন করার এবং সহজ সত্য পুনর্ব্যক্ত করার সুযোগ। তারেক রহমানের মতে, দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তারা, যারা এখানে বসবাস করে এবং বিশ্বাস করে ‘সবার আগে বাংলাদেশ’।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30