• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রতিদিন বেদানা খেলেই শরীরে ঘটে যে ১০ পরিবর্তন 

     Ahmed 
    26th Nov 2025 6:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক:      দেখতে যেন ছোট্ট রত্নভরা বাক্স! বেদানার লালচে দানাগুলো শুধু চোখ জুড়ানোই নয়, পুষ্টিগুণেও ভরপুর। প্রাচীনকাল থেকেই এই ফলকে শক্তিবর্ধক ও রোগ প্রতিরোধের জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়ে আসছে। তবে যদি টানা এক মাস প্রতিদিন বেদানা খান—তাহলে শরীরে কী ধরনের পরিবর্তন আসে? গবেষণা বলছে, পরিবর্তনগুলো কিন্তু বেশ উল্লেখযোগ্য।

    ১. হৃদযন্ত্র পায় অতিরিক্ত সুরক্ষা

    এনআইএইচ–এ প্রকাশিত এক পর্যালোচনায় দেখা গেছে, আট সপ্তাহ প্রতিদিন বেদানার রস খেলে রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইড কমে। একই সঙ্গে বাড়ে ভালো কোলেস্টেরল (এইচডিএল), কমে দেহের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ।

    ২. ত্বকে ফিরে আসে স্বাভাবিক দীপ্তি

    ২০২২ সালের এক প্লেসবো-কন্ট্রোলড গবেষণা জানায়, দৈনিক বেদানা–এক্সট্র্যাক্ট খেলে ত্বকের তেল নিঃসরণ কমে, মাইক্রোবায়োমের ভারসাম্য ভালো হয় এবং গভীর বলিরেখা চোখে পড়ার মতোই কমে।

    ৩. প্রদাহ কমে শরীর থাকে হালকা

    দীর্ঘস্থায়ী প্রদাহই অনেক রোগের মূল কারণ। হেলথলাইন জানাচ্ছে—বেদানায় থাকা ‘পিউনিকালাজিন’ নামের যৌগ শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর।

    ৪. স্মৃতি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে

    ২০২৩ সালের একটি সিস্টেমেটিক রিভিউ অনুসারে, প্রতিদিন বেদানা খেলে জ্ঞানীয় ক্ষমতা বাড়ে ও স্মৃতিশক্তির অবনতি কমে। আবার এনআইএইচ–এর এক গবেষণায় দেখা গেছে—প্রতিদিন ২৩০ মি.লি. বেদানার রস এক বছর পান করলে ভিজ্যুয়াল লার্নিং ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা বজায় থাকে।

    ৫. গাট হেলথ হয় আরও শক্তিশালী

    বেদানা প্রিবায়োটিক হিসেবে কাজ করে—অর্থাৎ অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে। এর ফাইবার হজম ভালো করে, পুষ্টি শোষণ বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক।

    ৬. রক্তে শর্করা থাকে নিয়ন্ত্রণে

    বেদানা সরাসরি ওষুধের বিকল্প নয়, তবে নিয়মিত খেলে রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে খেলে উপকার আরও বেশি।

    ৭. ব্যায়ামের পর পেশির পুনরুদ্ধার দ্রুত হয়

    এক গবেষণায় দেখা গেছে, ২১ দিন বেদানা–এক্সট্র্যাক্ট গ্রহণ করা অ্যাথলিটদের ব্যায়ামজনিত অক্সিডেটিভ ক্ষতি কমেছে। আরেক গবেষণায় সাইক্লিস্টদের সহনশীলতা ও স্ট্যামিনা দুটোই বেড়েছে। ফলে এক মাস পর ব্যথা কম, পুনরুদ্ধার দ্রুত—এমন উপকার মিলতে পারে।

    ৮. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে

    একটি বড় বেদানায় রয়েছে দৈনিক ভিটামিন–C–এর প্রায় ৩২%। সঙ্গে আছে ফোলেট, পটাশিয়াম ও নানা অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরকে সংক্রমণ প্রতিরোধে শক্তিশালী করে। বেদানার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণও রোগজীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়।

    ৯. কিডনি থাকে পরিষ্কার ও সুস্থ

    গবেষণা বলছে—বেদানা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি অক্সালেট, ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে মূত্রনালিতে স্ফটিক জমার প্রবণতা কমে। নিয়মিত খেলে দেহের ডিটক্স প্রক্রিয়াও শক্তিশালী হয়।

    ১০. ওজন কমাতেও ভূমিকা রাখে

    এনআইএইচ–এ উদ্ধৃত ৩০ দিনের এক স্টাডিতে দেখা গেছে—বেদানা–এক্সট্র্যাক্ট ওজন, রক্তে গ্লুকোজ, ইনসুলিন, ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল কমাতে সাহায্য করেছে। এটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় বিপাকক্রিয়াও উন্নত করে।

    সুতরাং, প্রতিদিনের খাদ্যতালিকায় একটি বেদানা যুক্ত করলেই মিলতে পারে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। রঙ, স্বাদ আর পুষ্টি—সব দিকেই অনন্য এই ফল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30