এ,টি,এম, হুমায়ুন কাদিরনান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি:
আজ ২৫ নভেম্বর রোজ মঙ্গলবার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় চন্ডীপাশা সরকারি হাই স্কুল মাঠে বিকাল ৪টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ, নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও বিশিষ্ট আলেম মাওলানা মামুনুল হক।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি শামসুল ইসলাম রহমানী। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “দেশে ন্যায় বিচার, শান্তি ও জন–অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও বলেন যে, খেলাফত মজলিস দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন দেশ ও জাতির উন্নয়নে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আত্ম মর্যাদা জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন ২৪ আগস্ট গণঅভ্যুত্থানে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৪ লাখ ছাত্র ও সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজধানী আন্দোলনে শরিক হন এবং ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে ৫৪ বছরের বাকশালের শাসন ও ৭২ সালের সংবিধানকে বাংলা মাটিতে কবর রচনা করেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ আমীন , সিনিয়ার যুগ্ম মহাসচিব। মাওলানা আব্দুল আজিজ,যুগ্ন মহাসচিব। মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, । মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক।
উক্ত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাহিদুজ্জামান মুহাম্মদ আব্দুল আজিজ, মুফতী আজিম উদ্দিন শাহ জামালী, জনাব আলিম উদ্দিন আলিম, আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আকরাম হোসেন।
সভায় বক্তারা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং নান্দাইল এলাকার উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গীকার তুলে ধরেন।
অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১৫৩, নান্দাইল ৯ আসনে নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি শামসুল ইসলাম রহমানীকে প্রার্থী হিসেবে পরিচয় করে দেন এবং নির্বাচনের মার্কা রিক্সাকে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠানোর আহ্বান জানান। বক্তারা স্থানীয় জনসাধারণের সাথে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

