মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর আর অ্যান্ড পটেটো কোল্ডস্টোরেজে আলু সঠিকভাবে সংরক্ষণ না করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বস্তার ভেতর আলু পচে যাওয়া ও গাছ গজিয়ে ওঠার প্রতিবাদে শুক্রবার বিকেল ৩ টায় কোল্ডস্টোরেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন
করেন ভুক্তভোগী কৃষকরা।
মানববন্ধনে বক্তৃতা করেন কৃষক মহাইমিনুল, আবুল কাসেম, শংকরসহ অনেকে। তারা অভিযোগ করেন, কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ সঠিক তাপমাত্রা বজায় না রাখায় বিপুল পরিমাণ আলু বিনষ্ট হয়েছে। এতে কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়লেও হিমাগার কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কৃষকদের অভিযোগ—বস্তায় গাছ টেকানো, পানি জমে আলু পচে যাওয়া ও সংরক্ষণব্যবস্থার ঘাটতির প্রমাণ সরেজমিনে দেখা গেছে। এ ঘটনায় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
এ বিষয়ে কোল্ডস্টোরেজের স্বত্বাধিকারী সৈকত ভূঁইয়া মুঠোফোনে বলেন, কিছু বস্তায় গাছ টেকানোর ঘটনা থাকতে পারে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। কৃষকদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী কৃষকরা কোল্ডস্টোরেজ ব্যবস্থাপনার বিরুদ্ধে তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলেন, সঠিক সংরক্ষণব্যবস্থা নিশ্চিত না হলে প্রতিনিয়ত কৃষকদেরই ক্ষতির শিকার হতে হবে।

