সারোয়ার নেওয়াজ শামীম:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বি এন পি মনোনীত প্রার্থী সৈয়দ ফয়ষলের সমর্থনে চুনারুঘাট উপজেলার ১০নং ইউনিয়নের নালমুখ বাজারে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। বৃহঃবার আয়োজিত এই সমাবেশের বিশেষ অংশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনতার কাছে সৈয়দ ফয়সল।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফয়সল বলেন, জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে পারবে না।
চা শ্রমিকসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে সৈয়দ ফয়সল বলেন,ধানের শীষে ভোট দিয়ে আমাদের সুযোগ দিন আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।১০নং ইউনিয়ন বিএন পি সভাপতি আঃ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।
সভায় আরও বক্তব্য দেন-জনাব সৈয়দ মোঃ শাহজান সাবেক উপজেলা চেয়ারম্যান, সৈয়দ লিয়াকত হাসান সাবেক উপজেলা চেয়ারম্যান, নাজিম উদ্দিন শামসু সাবেক মেয়র,এডঃ মোঃ আব্দুল হাই পি পি জজকোর্ট, সরকার মোঃ শহিদ সাবেক চেয়ারম্যান, আবু সালেহ মোঃ শফিকুর রহমান সাবেক চেয়ারম্যান, অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক তালুকদার সাবেক সাধারন সম্পাদক,মোঃ আলী চেয়ারম্যান, মনিরুল হক টুলু,সিরাজ আলী মীর,মোজাম্মেল হোসেন চৌঃ, সফিক মিয়া মহালদার,জালাল কমিশনার, রুমন,আরিপ,রিপন, মর্তুজ প্রমুখ। সমাবেশ পরিণত হয় নেতা কর্মীদের মিলন।ডাক ঢোল বাজিয়ে, ব্যানার পেস্টুন হাতে মিছিল সহকারে হাজারো নেকা কর্মীরা সমাবেশে অংশ গ্রহন করেন। নারী কর্মীদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত।

