• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার: মাওলানা আবুল কালাম আজাদ 

     swadhinshomoy 
    29th Nov 2025 11:24 am  |  অনলাইন সংস্করণ Print

    এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা) :

    ​বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এসময় তিনি স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
    ​গণসংযোগকালে তিনি ইউনিয়নের জকারহুলা, মধুখালী , জামতলা বাজার, গেওবুনিয়া, চকরিবকরি , দিঘলিয়া , আসাননগর ও আলোকদ্বীপ এর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে ছুটে যান এবং তাদের খোঁজ-খবর নেন।
    ​ গণসংযোগকালে বিভিন্ন সমাবেশে বক্তৃতায় মাওলানা আবুল কালাম আজাদ দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, এই এলাকার মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল স্লুয়েজগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি। এ সময় তিনি জনমুখী উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। সর্বোপরি তিনি বলেন,দেলুটি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য। গনসংযোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদস্হ নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30