আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। সোমবার সকালে উপজেলার শ্রীবরদী বাজার মোড়ে কয়েক শতাধিক তৌহিদী জনতা, আলেম-ওলামা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নংগরপাড়া গ্রামের যুবক সোহাগ আলী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। মুহূর্তেই এ ঘটনা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং মুসলিম জনতার মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মসজিদ-মাদ্রাসার বিভিন্ন শিক্ষার্থী, ধর্মপ্রাণ মানুষ এবং স্থানীয় সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ায় তৌহিদী জনতা সোমবার সকালে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সোমবার সকাল ১০টার দিকে শ্রীবরদী বাজার এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন কয়েক শতাধিক মানুষ। সমাবেশে বক্তারা বলেন—
“মহানবী (সা.)-এর মর্যাদা রক্ষায় মুসলমান জীবন দিতেও প্রস্তুত। যারা তাঁর সম্মানহানি করবে, তাদের প্রতি রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে।”
বক্তারা আরও উল্লেখ করেন, একটি স্বাধীন দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সুযোগ নেই। সোহাগ আলীর আপত্তিকর মন্তব্য মুসলমানদের ঈমান-আক্বীদায় গভীর আঘাত করেছে। তাই তাঁকে দ্রুত গ্রেফতার করে আইনগত সর্বোচ্চ শাস্তি—ফাঁ*সি—দাবি করেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শ্রীবরদী বাজার থেকে শুরু হয়ে পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে। বিভিন্ন বয়সী মানুষ, কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ এ কর্মসূচিতে অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন
বিক্ষোভকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকে। পুরো এলাকা টহল ও নজরদারির আওতায় রাখা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সেটি নিশ্চিত করা হবে।
ধর্মপ্রাণ মানুষের দাবি
বিক্ষুব্ধ জনতা বলেন—
“রাসূলুল্লাহ (সা.)-এর সম্মান রক্ষায় আমরা একতাবদ্ধ। দেশের প্রচলিত আইনে সোহাগ আলীর দৃষ্টান্তমূলক শাস্তিই ভবিষ্যতে এ ধরনের অপকর্ম রোধ করতে সক্ষম হবে।”

