এ আর সুমন:অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ৮ নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ব্যান্ডের বাজারে সরকারি ব্রিজ ভেঙে জামায়াত নেতার খাল দখল করার অভিযোগ পাওয়া গেছে।
অষ্টগ্রাম উপজেলার জামায়াতে ইসলামীর আমির মোঃ মাওলানা আশরাফুল হকের নেতৃত্বে শহীদ মিয়া কামরুল মিয়া আফরুজ মিয়া সহ আক্কল গংরা গত ১৩/১১/২০২৫/ ইং তারিখে প্রকাশ্যে দিবালোকে ব্রিজ এর, এক পাশের রিলিং ভেঙে ফেলে ও রাতের আঁধারে মাটি ফেলে খাল ভরাট করে।
এই নিয়ে এলাকার তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকার স্থানীয়রা জানায়, ব্যান্ডের বাজারের জামাতে ইসলামির আমির মাওলানা আশরাফুল হক এর নেতৃত্বে শহীদ গং জামায়াতে ইসলামীর দলিয় প্রভাব খাটিয়ে ব্রিজের একপাশের রেলিং ভেঙে ফেলে ও মাটি দিয়ে খাল ভরাট করতে গিয়ে, পাশে থাকা আরেকটি সরকারি টিউবওয়েল এর নিচে পাকা করা কিছু অংশ ভেঙে ফেলে।
এই বিষয়ে আজ ২৫/১১/২০২৫/ ইং তারিখে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের ৩ সদস্য সরেজমিনে গিয়ে অনুসন্ধান করলে দেখা যায় সরকারি খালে মাটি ফেলানোর কারণে এলাকার বর্ষার মৌসুমের পানি আসা যাওয়ার জন্য নির্ধারিত খালের আশেপাশের জমিগুলোতে এখনো পানি লেগে আছে এলাকাবাসি আরো বলে প্রতি বছর আমরা এইখানের জমিতে আবাদ করার জন্য বীজ ফেলতাম, জ্বালা করতাম তারপরে, সেই বীজ হাওরে নিয়ে জালা গোপন করতাম এখন এই খাল ভরাট করার কারণে এখানে পানি লেগে আছে আমরা সঠিকভাবে জালা রোপন করতে পারছিনা।
সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান (ইউএনও) কাছে ফোন করে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনাস্থলে এসে, অভিযুক্ত দের বলেন আপনারা সবাই অপরাধ মূলক কাজ করেছেন আপনারা ব্রিজ টি পুনরায় নিজেদের অর্থায়নে ভেঙে যাওয়া এক পাশে রেলিং পুনরায় স্থাপন করে দেওয়ার নির্দেশ দেন। সেই সাথে বলেন আগামীকাল ২৬/১১/২০২৫/ ইং তারিখে অষ্টগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি এসে খালের জায়গা মেপে মাটি ফেলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

