সজিব আহমেদ,, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা: ভালুকা উপজেলায় মঙ্গলবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর আয়োজন করা হয়েছে, যার মূল প্রতিপাদ্য “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”।
গত ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম।
এই আয়োজনটি বাস্তবায়ন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়েছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের লক্ষ্য হলো দেশীয় প্রাণিজাত সম্পদের সংরক্ষণ ও উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতের উন্নতি এবং কৃষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর পশুপালনের প্রতি আগ্রহ সৃষ্টি করা হচ্ছে।
প্রদর্শনীতে দেশীয় জাতের গবাদিপশু সংরক্ষণ, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং পশু চিকিৎসা সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

