রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপণী ২০২৫ পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগের দিন অভিভাবকরা ছেলে -মেয়েদের প্রতিষ্ঠানে ভর্তি করে শিক্ষকদের বলতেন, আদর্শ ছাত্র গড়তে যত ধরনের শাসন দরকার, তার সবই ক্ষমতা দিতেন শিক্ষকদের হাতে। হালের দুর্নিতিবাজ দিপু মনি গংদের শিক্ষামন্ত্রী হওয়ার পর অভিভাবকদের দেওয়া সেই ক্ষমতা শিক্ষকদের নিকট থেকে কেড়ে নিয়েছেন। শিক্ষক সমাজ সামান্য বেতন-ভাতার জন্য এ মহৎ পেশায় আসেননি। ছাত্র-ছাত্রীদের থেকে প্রাপ্য সম্মান ও ভালবাসার জন্য এ পেশাকে বেছে নিয়েছেন। শিক্ষকদের প্রধান কাজ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া, আর শিক্ষার্থীদের সেই শিক্ষা গ্রহন করা।
পরিশেষে তিনি আরো বলেন, শিক্ষকদের প্রধান কাজ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া, দলবাজী না করা। অন্যদিকে শিক্ষার্থীদের প্রধান কাজ শিক্ষা গ্রহন করা, শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যম কর্মী মোঃ জাকি উল্লাহ। সহকারী শিক্ষিকা মোছাম্মৎ ইফফাত আরা ইতু, কনকপ্রভা মাহাতো ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

