• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    29th Nov 2025 10:36 am  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী পটুয়াখালী প্রতিনিধি :

     

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব এর সাথে উপজেলা কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা অডিটেরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালী জেলা। বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান। । সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন। এছাড়াও সকল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন বক্তব্য রাখেন।প্রধান অতিথি বলেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরি করতে মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার সমন্বয় জরুরি। তাই মাঠপর্যায়ে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
    সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30