শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য
সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সিনিয়র সহ সভাপতি লিয়াকত সরদার, সহ সভাপতি মেহের মামুন, যুগ্ন সম্পাদক নাজমুল হাসান রাজ, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলি মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবু মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আধুনিক ও সময়োপযোগী করে মুকসুদপুর উপজেলাকে সাজাতে পূর্বের অভিজ্ঞতা উল্লেখ করেন নবাগত এসিল্যান্ড। এছাড়া, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে পরিকল্পনার কথা জানান তিনি। উপজেলা সদর বাজারের যানযট সমাধান, খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ ছাড়াও হোটেলগুলোতে অনৈতিক কর্মকান্ডে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন। এসিল্যান্ড হিসেবে উপজেলার খাস জমি উদ্ধারে সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৬ নভেম্বর মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন, মোহাম্মদ আবুল হাছনাত। এর আগে তিনি সিলেট কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব ছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত) এবং পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। ঢাকার জুরাইনের বাসিন্দা মোহাম্মদ আবুল হাছনাত।

