ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক গৃহীত শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র (ইডিপি) “৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) মধ্যনগর ও ধর্মপাশা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় প্রায় দুইশত শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষাটি মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে।
দিশারী ফাউন্ডেশনের পরিচালক সৌদি আরব প্রবাসী মহসীন মিয়া জানান, মেধা যাচাই ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মোঃ রিহাব বলেন, “গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ। মেধা বিকাশে দিশারী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে।”
পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রশ্নপত্রে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উপর ভিত্তি করে সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক অভিভাবক এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও মনোবল বৃদ্ধির জন্য ইতিবাচক উদ্যোগ বলে অভিমত দেন।
ফাউন্ডেশন সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়নের পর শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
পরিক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মোছাব্বির, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হান্নান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রিহাব মিয়া।

