সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকা (ময়মনসিংহ):
বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভালুকা উপজেলায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বাদ জোহর স্থানীয় নিজ বাসভবনে এই মহতী অনুষ্ঠানের উদ্যোগ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী বেগম জিয়া আজ অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা কেবল একটি দলের আকাঙ্ক্ষা নয়, বরং দেশের গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত প্রার্থনা। বক্তৃতার সময় নেতাকর্মীরা নেত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পরবর্তীতে, দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আবেগঘন এই মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে তাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধিও কামনা করা হয়।
আয়োজক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম তার বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য বারবার ত্যাগ স্বীকার করেছেন। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমত এবং কোটি জনতার দোয়া অবশ্যই তার প্রতি বর্ষিত হবে। আমরা সবাই নেত্রীর দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসার অপেক্ষায় আছি।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সকল যুগ্ম আহবায়ক ও সম্মানিত সদস্যবৃন্দ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন এক আবেগপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

