• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলে দিনব্যাপী মতবিনিময় সভা ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। 

     swadhinshomoy 
    13th Aug 2025 11:29 am  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল আজিজ, নাচোল চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ বৃহস্পতিবার (১৩ আগস্ট) নাচোল উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সফরে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড পর্যালোচনা, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
    সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মিনি কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি সেবার মানোন্নয়ন, প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
    এরপর সকাল ১১টায় ২০২১-২২ অর্থবছরের ২২ নম্বর মামলার আওতায় ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ বাবদ চেক হস্তান্তর করেন তিনি। সাড়ে ১১টায় পরিষদ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
    পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, মাক্তাপুর কমিউনিটি ক্লিনিক, নাচোল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প, নাচোল পৌরসভা ও ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করেন।
    দপ্তর পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ করেন এবং বিভিন্ন সেবার মান, জনগণের সন্তুষ্টি, এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবগত হন। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
    উক্ত সফরে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বিআরডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ, বিএমডিএ’র প্রকৌশলী রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
    জেলা প্রশাসকের এ সফরের মধ্য দিয়ে উপজেলার সরকারি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31