Thursday, September 19, 2024
spot_img
Homeজাতীয়২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কার্যক্রম শুরু, থানায় থানায় নাগরিক কমিটি: নতুন আইজিপি

২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কার্যক্রম শুরু, থানায় থানায় নাগরিক কমিটি: নতুন আইজিপি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে পুলিশের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন নতুন মহাপরিদর্শক ময়নুল ইসলাম। এ ছাড়া সমাজের নিরাপত্তা নিশ্চিতে থানায় থানায় নাগরিক কমিটি গঠন করা হবে। আজ বুধবার বেলা ৩টার দিকে আইজিপি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ‘অতি উৎসাহী কিছু কর্মকর্তার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কতিপয় উচ্চাভিলাষী কর্মকর্তা মানবাধিকার নীতিমালা পালন করেননি, অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাঁদের জন্যই চলমান এই সহিংসতা, হতাহতের ঘটনা ঘটেছে।’

ময়নুল ইসলাম বলেন, ‘ঘটে যাওয়া এই সহিংসতার প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে, এই নিশ্চয়তা দিচ্ছি। পুলিশ প্রবিধান অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি পুলিশ। এ জন্য আমি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’

পুলিশের নতুন এই মহাপরিদর্শক (আইজি) বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সব জেলা, রেঞ্জ, পুলিশ লাইনস, মহানগরে থানা কার্যক্রম শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিজ নিজ এলাকায় নিরাপত্তার স্বার্থে নাগরিক কমিটি গঠন করবেন।’

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এই আন্দোলনে গত দুই-তিন দিন শিক্ষার্থীরাসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, রাস্তায় দায়িত্ব পালন করেছে—সে জন্য তাদের পুলিশের তরফ থেকে ধন্যবাদ জানাই।’

এ সময় তিনি অধীনস্থ পুলিশ সদস্যদের আশ্বস্ত করে বলেন, ‘পুলিশ সংস্কার করা হবে। এরপর পুলিশ হবে জনবান্ধব পুলিশ।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments