জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা – ২০২৫ যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রকৌশলী সাহাবউদ্দিন,ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লিয়াকত আলী, ধর্মপাশা উপজেলা জামাতের আমির বোরহান উদ্দিন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, ধর্মপাশা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পন্টের আহবায়ক প্রদীপ কুমার তালুকদার, ধর্মপাশা উপজেলা সাবেক পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী মিটু,ধর্মপাশা উপজেলা ছাত্র দলের আহবায়ক ওবায়াদুর মজুমদার, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম কুমার শীল,উপজেলা আনসার কমান্ডার ও উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় যে,বর্তমান সরকারের সরকারি দিক নির্দেশনা মেনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ও সবার সহযোগিতা এবং ঐক্যমতে শারদীয় দুর্গা উৎসব যথাযথ মর্যাদায় পালন করা হবে।

