• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • AI প্রযুক্তির ব্যবহারে প্রতি প্রশ্নে খরচ হচ্ছে বিপুল পরিমাণ পানি 

     swadhinshomoy 
    20th Sep 2025 1:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবদুল্লাহ আল শাহিদ খান,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    প্রযুক্তির বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) আজ মানুষের জীবনকে সহজ করছে। তবে এর আড়ালে তৈরি হচ্ছে এক ভয়াবহ পরিবেশগত সংকট। বিশেষজ্ঞরা বলছেন, এআই-এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরির পিছনে পানি খরচ হচ্ছে এমন হারে, যা ভবিষ্যতে বিশ্বের পানিসঙ্কটকে আরও বাড়িয়ে তুলতে পারে।

    সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—একটি বড় ভাষা মডেলকে (যেমন Chat GPT) মাত্র ১০ থেকে ২০টি প্রশ্ন করতে যে পরিমাণ পানি খরচ হয়, তা দিয়ে একজন মানুষ একটি বোতল (প্রায় আধা লিটার) পানি পান করতে পারে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য গড়ে ৩০০–৫০০ মিলিলিটার পানি খরচ হচ্ছে।

    এই পানি সরাসরি ব্যবহার করা হয় না, বরং এআই চালাতে যে ডেটা সেন্টার প্রয়োজন, সেটি ঠান্ডা রাখতে বিশাল পরিমাণ পানি ব্যবহৃত হয়। বিদ্যুৎচালিত সার্ভারগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পানি শীতলীকরণ ব্যবস্থা অপরিহার্য। আর এ কারণে প্রতিদিন কোটি কোটি লিটার পানি ব্যয় হচ্ছে, যা একটি জনবহুল শহরের মানুষের দৈনন্দিন পানির চাহিদার সমান।

    পরিসংখ্যান অনুযায়ী—

    প্রতি ২০টি এআই প্রশ্নে ≈ অর্ধ লিটার পানি

    প্রতি ১,০০০ প্রশ্নে ≈ ২৫ লিটার পানি

    বড় মডেল প্রশিক্ষণে লাগে প্রায় মিলিয়ন লিটার পানি

    পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পানিসঙ্কটের এই সময়ে এআই ব্যবহারের ফলে পানির ওপর বাড়তি চাপ পড়ছে। যদি এভাবে চলতে থাকে, তবে ভবিষ্যতে প্রযুক্তির সুবিধা ভোগ করতে গিয়ে মানবজাতিকে ভয়াবহ পানি সংকটের মুখে পড়তে হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, এখনই বিকল্প সমাধান গ্রহণ না করলে এআই প্রযুক্তি মানব সভ্যতার জন্য আশীর্বাদের পাশাপাশি অভিশাপে পরিণত হতে পারে। তারা পরিবেশবান্ধব কুলিং সিস্টেম, পানির পুনঃব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিয়েছেন।

    পানি বাঁচাতে হবে এখনই—নইলে প্রযুক্তির অগ্রগতির ছায়াতলে মানবতার জন্য নামবে পানিশূন্যতার অন্ধকার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930