সারোয়ার নেওয়জ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে ডি সি পি হাই স্কুল মাঠে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ও হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশ। রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষকে ১ গোলে হারিয়ে বিজয়ী হয় হবিগঞ্জ একাদশ। খেলা দেখতে মাঠজুড়ে ছিল উৎসুক দর্শকের ঢল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মাঠ প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।
এসময় চুনারুঘাট ফুটবল একাডেমির শিশু খেলোয়াড় মিরাশি ইউনিয়নের হতদরিদ্র সাত্তালিয়া গ্রামের রজব আলীর ছেলে জোনেল আহমেদ এর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ফুটবল খেলার সামগ্রী তুলে দেন অতিথিরা।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
এতে সভাপতিত্ব, করেন আলহাজ্ব জি কে গউছ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহেদ পারভেজ চৌধুরী, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, এডঃ মীর সিরাজ আলী, সাধারণ সম্পাদক উপজেলা বি এন পি চুনারুঘাট , সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু । ছাত্রদল,যুবদল, নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। দেশের প্রতিটি প্রান্ত থেকে জুনেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ মূল্যায়ন করা হবে। সভাপতির বক্তব্যে জি কে গউছ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে রাখতে হবে। প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়ামোদীদেরও উৎসাহিত করা সম্ভব।
আয়োজকরা জানান, এ ধরনের শহীদ জিয়া প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের মূল উদ্দেশ্য।

