নুর মোহাম্মদ কাকাঃ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে।
রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর নিকেতন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় মোট ৮টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, মামলাগুলোর তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

