আল-আমিন স্টাফ রিপোর্টারঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) সকালে শ্রীবরদী সরকারি নার্সারি প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। তিনি বলেন,
“শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা সম্ভব। জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গাছ লাগানো ও তা পরিচর্যা করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও জনসাধারণের মধ্যে ধাপে ধাপে এসব চারা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে পরিবেশ সংরক্ষণ হবে, অন্যদিকে ফল উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক দিক থেকেও সাধারণ মানুষ উপকৃত হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে প্রকৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় যত বেশি গাছ লাগানো যায়, ততই উপকার পাওয়া যাবে। তাই শুধু চারা বিতরণ নয়, প্রতিটি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরাও এ সময় গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করে জানায়, তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে এসব চারা রোপণ করে সেগুলোর যত্ন নেবে।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় শ্রীবরদীতে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

