ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মহেশখালী কলেজে আজ (১৩ অক্টোবর ২০২৫ ইং) শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এক কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অত্র কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোজাম্মেল হক। এতে কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং সচেতন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মবিরতির মূল উদ্দেশ্য ছিল—জাতীয়করণের দাবিসহ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক দাবি আদায়। বক্তারা জানান, “শিক্ষকদের প্রতি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি না থাকলে, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন, “আমরা পেশাগত মর্যাদা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
পরিশেষে, শিক্ষার্থী ও শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

