swadhinshomoy
13th Aug 2025 4:08 am | অনলাইন সংস্করণ Print
নাজমুল কবীর রাজৈর মাদারীপুরঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অদ্য মঙ্গলবার ১২/০৮/২০২৫ খ্রীঃ সকাল ১০.৩০ ঘটিকায় রাজৈরন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এবং দৈনিক প্রতিদিনের কাগজ এর সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার কাগজ এর জেলা প্রতিনিধি নাজমুল কবীর, ও দৈনিক জনতার জমিন, রাজৈর উপজেলা প্রতিনিধি শহীদুল আলম এর সার্বিক সহযোগিতায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি (ভারঃ)খন্দকার আব্দুল মতিন, বৈশাখী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নিত্যানন্দ হালদার, এশিয়ান টেলিভিশনের রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল,দৈনিক আমার দেশের রাজৈর উপজেলা প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস,দৈনিক বাংলাদেশ সমাচারের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, রাজৈর নিউজের স্থানীয় সম্পাদক ই এইচ ইমন, মহিউদ্দিন চৌধুরী হিরা স্টাফ রিপোর্টার দৈনিক চেতনায় বাংলাদেশ, দি ডেইলি ট্রাইবুনালের রাজৈর উপজেলা প্রতিনিধি প্রশান্ত কুমার কুন্ডু, দৈনিক ডেসটিনির রাজৈর উপজেলা প্রতিনিধি ফেরদৌস হাসান,দৈনিক ঢাকা রিপোর্টের রাজৈর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল,
দৈনিক বাংলা ৭১ এর রাজৈর উপজেলা প্রতিনিধি বিপুল কুমার দাস দৈনিক গনতদন্তের রাজৈর উপজেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম বোরাক প্রমুখ।
এ সময় উপস্থিত সাংবাদিকগণ বলেন সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করার দাবি ও সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে দিবালোকে একদল সন্ত্রাসী চাঁদাবাজ আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করার জোরালো দাবী জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

